লক্ষ্মীপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
প্রকাশিত : ০১:২০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:২০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার
লক্ষ্মীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী বাসার বাহিনীর প্রধান বাসার নিহত হয়েছে। এ’ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়।
গতরাতে সদর উপজেলার কাজ্জালিপুর গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ সন্ত্রাসী বাসারকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যা ও পুলিশের ওপর হামলার অভিযোগসহ ১৫টি মামলা রয়েছে।