ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

গাজীপুরে নৌকাডুবির ঘটনায় নারীসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নারীসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তারাগঞ্জ বাজারের কাছে খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর থেকে নৌকাটি যাত্রী নিয়ে তারাগঞ্জ যাচ্ছিলো। সন্ধ্যায় তারাগঞ্জ বাজারের খেয়া ঘাটের কাছে নৌকাটি ডুবে যায়। সেসময় অনেকেই সাঁতরে তীরে ওঠলেও ডুবে যায় কয়েকজন। পরে পুলিশ ও স্থানীয়রা নদী থেকে আতিক, আব্দুল কাইয়ুম, আসু মিয়া, তাজেন ও কহিনূর বেগমের মৃতদেহ উদ্ধার করে। কেউ নিখোঁজ না থাকায় রাতেই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।