ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত যমুনা পাড়ের বিপন্ন মানুষেরা

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০১:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার

শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত যমুনা পাড়ের বিপন্ন মানুষেরা। ভাঙ্গনে সর্বস্ব হারানো সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুরে হাজারো জনের বসবাস নদী তীরে। শুধু তারাই নন, দুর্ভোগে চরের বাসিন্দারাও। সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু ও বৃদ্ধরা। গবাদি পশু নিয়েও আছেন নানা বিড়ম্বনায়। এদিকে রাজবাড়ীতে বেড়েছে রোটা ভাইরাসের প্রকোপ। যমুনা গ্রাস করছে বসতঘর ভিটেমাটি ফসলী-জমি। এখন তাদের আশ্রয় এনায়েতপুর ও বেতিলসহ আশপাশের এলাকায়। ঝুপড়ি তুলে কোনমতে মাথা গোঁজার ঠাঁই। ঘন কুয়াশা আর নদী থেকে আসা কনকনে বাতাসে কষ্ট আরো বেড়েছে  শ্রমজীবী এইসব মানুষের। শুধু নদী সিকিস্তিরাই নন; শীতে জবুথুবু দুই উপজেলার চরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দা। শিশু আর বৃদ্ধদের কষ্ট সবচেয়ে বেশি। তাদের আক্ষেপ এই দুর্দশায় পাশে নেই কেউ। এদিকে রাজবাড়ীতে বাড়ছে রোটা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। হাসপাতালের বেডে ঠাঁই নেই। অনেক রোগি শয্যা পেতেছেন মেঝেতে। সেবা দিতেও হিমশিম খাচ্ছেন কর্মীরা। চিকিৎকরা বলছেন, হঠাৎ করেই বেড়েছে এই রোগের প্রকোপ। আক্রান্তদের বেশির ভাগই শিশু। সিংক: ডা. গোলাম ফারুক, শিশু-বিশেষজ্ঞ স্মৃতি রানী দে, ইনচার্জ, ডায়রিয়া ওয়ার্ড, সদর হাসপাতাল, রাজবাড়ি