ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নিজপথে যাত্রা

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

বৃদ্ধ বলল, বাবা থামো, থামো

বৃদ্ধ কাঁপছে, তার চোখ স্থির-অস্থির

অতঃপর তিনি তাকালেন চারিদিকে

ųবদনায় নীল, শরীর কাঁপছে, কী জ¦র !

বৃদ্ধ দুঃখে অবনত, দূর্বল শ^াশত বেদনার ভারে

বৃদ্ধ বলল, আঘাত করো জোরে

ųছারা দিয়ে বিচ্ছিন্ন করো অন্তর

তীরের আঘাতে ছিদ্র করো হৃদয়

ųকউ কথা শুনল না বৃদ্ধের;

বৃদ্ধ হৃদয়স্পন্দন বুঝার চেষ্টা করল

হৃদয় তার প্রজ¦লিত হলো, আলোকিত হলো

তার হাত, অনেকের হাতে শিহরিত হলো

বৃদ্ধ তাকিয়ে থাকে নির্বাক-নিরন্তর

বৃদ্ধ খুঁজে জীবন ও মননের নিঃসঙ্গতা

ওই নিঃসঙ্গ খেলায় বৃদ্ধের উষ্ণ অশ্রুধারা

বয়ে চলে সোনালী অতীতে,

কপাল বেয়ে বয়ে যায় নিরেট ভালবাসা

বৃদ্ধ মিথ্যাবাদী, কারণ তিনি সত্য কথা বলেন

ভালোবাসা, ভালোলাগা ধ্যানমগ্ন সত্য কথা

অতঃপর বৃদ্ধ হেঁটে হেঁটে নিজগৃহে প্রবেশ করল।

একে//