ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

লাকসামে বালু বোঝাই ট্রাকচাপায় ছাত্র নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

কুমিল্লার লাকসামে বালু বোঝাই ট্রাক চাপায় মো.রনি নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার লাকসাম থানার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি জেলার লালমাই উপজেলার সমেষপুর গ্রামের মনু মিয়ার ছেলে এবং হরিশ্চর হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, রনি খুন্তা গ্রামের তার খালার বাড়ি থেকে সাইকেল যোগে নোয়াপাড়া গ্রামে যাচ্ছিল। এসময় বালুবোঝাই একটি ট্রাক রং সাইডে গিয়ে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই রনি নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় একইসঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে। এঘটনায় ট্রাক চালক ও হেলপার আটক করেছে পুলিশ।

টিআর/