শিক্ষার মান নিয়ে সমালোচনা না করে সরকারকে সহায়তা করার আহ্বান
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার
শিক্ষার মান নিয়ে সমালোচনা না করে এর উন্নয়নে সরকারকে সহায়তা করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেরিন একাডেমির ৫১ তম ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড উদ্বোধন করেন। এছাড়া ডট বাংলা ডোমেইন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে বাঙালির ইন্টারনেট জগতে প্রবেশ আরো সহজ হলো।
নতুন বছরের প্রথম দিনে সারা দেশে শুরু হবে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’। শনিবার প্রধানমন্ত্রী গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী বই তুলে দেন তার দুই নাতনী শ্যামা ও তানিতার হাতেও।
পরে উৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে ‘বিশেষ উত্তরীয়’ পরিয়ে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি শিক্ষার মান নিয়ে সমালোচনা না করে এর মানোন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সারা বিশ্বে বাংলা ভাষার মর্যাদা অক্ষুন্ন রাখতে দেশে প্রথম বারের মতো বাংলায় ডোমেইন নামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মাধ্যমে বিটিসিএল এর ডট বাংলা ডোমেইন কার্যক্রম শুরু হলো। প্রধানমন্ত্রী ডট বাংলাকে ডিজিটাল বাংলাদেশের সাফল্যে আরেকটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেন।
এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেরিন একাডেমীর ৫১তম ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড উদ্বোধন করেন এবং কুচকাওয়াজে সালাম গ্রহন করেন।
এছাড়া বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র থেকে স্যাটলাইটের মাধ্যমে টানা ৬ ঘন্টা সম্প্রচারের উদে¦াধনও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।