ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

কলেজছাত্রী তামান্না হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান ২য় বর্ষের ছাত্রী নুজহাত তাবাচ্ছুম তামান্না আক্তার এর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীবৃন্দ। 

মঙ্গলবার সকাল ১১টায় কলেজের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহত তামান্নার সহপাঠিরা। এসময় কলেজের অধ্যক্ষ মো. আবদুল মান্নানসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিল।

শিক্ষক ও শিক্ষার্থীরা খুনিদের শাস্তির দাবীতে বিভিন্ন ফ্যাস্টুন ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করে। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
 
উল্লেখ্য, ২২ অক্টোবর মঙ্গলবার সকালে জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের স্বামীর বাড়ী থেকে তামান্নার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় তামান্নার বাবা রওশন ইকবাল বাদী হয়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

কেআই/এসি