রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে: ওবায়দুল কাদের
প্রকাশিত : ০৫:০১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:০১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার
রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, বিএনপি রাজনীতি নিয়ে মিথ্যাচার করছে। তারা হতাশ হয়ে বেপরোয়া হয়ে গেছে। যারা সংবিধানকে রক্তাক্ত করেছে তাদের মুখে সংবিধানের কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিদায়ী বছরে বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।