ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কোন মতে একশ’ পেরুলো শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

বিজবেনে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি। প্রথম ম্যাচের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। লঙ্কানবাহিনী অলআউট হয়েছে ১১৭ রানে ।

১৯ ওভারে অলআউট হয়ে যাওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ১১৭ রান। এর মধ্যে সর্বোচ্চ রান আসে প্যারেরার ব্যাট থেকে। এছাড়া ফার্নান্দো ২৭ এবং ওপেনার গুনাতিলেকা করেন ১৭। আর কোন ব্যাটসম্যানই সাফল্য দেখাতে পারেনি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেটের পতন ঘটাতে থাকে অস্ট্রেলিয়া।

ব্যাটিং শুরুতে রান আউটের শিকার হন কুশল মেন্ডিস। দলীয় ৫ রানের মাথায় ব্যক্তিগত ১ রানে আউট তিনি। যদিও শেষের দিকে সান্দাখন ও মালিঙ্গার ব্যাটে ভর করে তিন অঙ্কের দেখা পায় শ্রীলঙ্কা। সান্দাখন রান আউট হন ১০ রানে আর মালিঙ্গা ৯ রানে আউট হন জাম্পার বলে।

অস্ট্রেলিয়ার বোলিং লাইন ছিল সমানে সমান। কেউ কারও চেয়ে কম নয়। জাম্পা, আগার, কামিন্স এবং স্ট্যানলেক উভয়ে চেয়েছেন ২টি করে উইকেট। তবে সবচেয়ে কম ২০ রানে দুই উইকেট দখল করেন অ্যাডাম জাম্পা।

এএইচ/