ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

নিখোঁজের পরদিন নদী থেকে যুবলীগকর্মীর লাশ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইলিশ শিকারে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ডুবে নিখোঁজের একদিন পর বিষখালী নদী থেকে যুবলীগ কর্মী মজিবর রহমান মৃধা (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে ঝালকাঠির নলছিটি-রাজাপুর উপজেলার মধ্যবর্তী বিষখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা বাকেরগঞ্জ থানায় নিয়ে যায়। মজিবর রহমান বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মধ্য নিয়ামতি গ্রামের মৃত দলিল উদ্দিন মৃধার ছেলে ও বরিশাল জেলা যুবলীগের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) রাতে ঝালকাঠির রাজাপুর ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সংলগ্ন বিষখালী নদীতে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারী জেলেদের কাছ থেকে কম দামে ইলিশ মাছ কিনতে জেলেদের সঙ্গে ট্রলারে ওঠে যুবলীগ নেতা মজিবর রহমানসহ বেশ কয়েকজন। 

এসময় রাজাপুর উপজেলা মৎস্য অফিসারের সমন্বয় থানা পুলিশের একটি দল নিয়মিত অভিযান পরিচালনার সময় তাদের সামনা সামনি হলে জেলেদের  ট্রলারকে ধাওয়া করা হলে উপস্থিতি সকলে ট্রলার থেকে নদীতে ঝাপ দেয়। এসময় অন্যরা সাতরে উঠলেও মজিবর রহমান নিঁখোজ থাকে। পরে বেলা ১টার দিকে স্বজনরা নদীতে তার সন্ধান করতে গিয়ে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানায়, মজিবরের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায় হলেও বিষখালী নদীর যে স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেই এলাকা ঝালকাঠির নলছিটি-রাজাপুর দুই উপজেলার মধ্যবর্তী সীমানায়। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ মাছ কিনতে গিয়ে সোমবার পুলিশের উপস্থিতি টের পেয়ে মজিবর মৃধা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছিল বলে স্বজনরা জানিয়েছে। স্বজনরা যে স্থানের কথা বলছে সেটা বাকেরগঞ্জ উপজেলার মধ্যে নয় আর বাকেরগজ্ঞ থানা পুলিশ ঘটনার দিন বিষখালী নদীতে কোনো অভিযান চালায়নি।

এবিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানায়, বরইয়া ইউনিয়নের পালট গ্রাম সংলগ্ন বিষখালী নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তারা শুনেছে। তবে সোমবার বিষখালী নদীর ওই এলাকায় রাজাপুর থানা পুলিশ কোন অভিযানে যায়নি। কিভাবে এ ধরনের ঘটনা ঘটেছে সেটা সরেজমিন তদন্ত করে দেখা যাবে।

এ ব্যাপারে ঘটনাস্থল বিষখালী নদীর অপরপ্রান্ত নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানায়, টহল দেয়ার সময় কাউকে ধাওয়া করা কিংবা নদীতে কারো ঝাঁপিয়ে পড়ার কথা মতো কোন ঘটনা তার থানা পুলিশের সাথে ঘটেনি।
    
প্রসঙ্গত, এর আগে ১৮ অক্টোবর শুক্রবার রাতে বিষখালী নদীর তীরে জেলেরা ইলিশ মাছ বিক্রি করছে মর্মে খবর পেয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় উপজেলার পশ্চিম বড়াইয়া গ্রামের কলাকোপা এলাকায় বিষখালী নদীর তীর থেকে সৌদিআরব থেকে দেশে ফিরে আসা বাবুল হাওলাদার নামে এক ব্যক্তি জেলেদের ধরা ইলিশ মাছ কিনে বাড়ি ফেরার পথে এ অভিযানের মুখে পড়ে পালাতে গিয়ে রাস্তার পাশে পানির ডোবায় পড়ে মৃত্যু হয়েছে। 

কেআই/আরকে