শাহজাদপুরে গৃহবধূ রিতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০২ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার
সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূ রিতা খাতুন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০টায় উপজেলার গালা ইউনিয়নের কাশিপুর যমুনা রক্ষা বাঁধে গ্রামবাসীর আয়োজনে উক্ত মানববন্ধন চলাকালীন অংশ গ্রহণকারীরা আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে।
আধা ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল শাহজাদপুর) ফাহমিদা হক শেলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিনোটিয়া ঘটনাস্থলে যাওয়ার সময় তাদের সামনেই গ্রামবাসী বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় ইউপি সদস্য আবু সাইদ, নিহতের বাবা আবুল কাশেম, আজমত আলী বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, একটি আলোচিত হত্যকান্ডের বেশ কিছুদিন চলে গেলেও আসামীরা গ্রেফতার না হওয়াটা আমরা মেনে নিতে পারছি না। পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় আমরা সবাই হতাশায়। আশা করছি তারা ন্যায় বিচারের স্বার্থে দ্রুত আসামীদের আটক করে বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে।
উল্লেখ্য, উপজেলার গালা ইউপির বিনোটিয়া ঘোনাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমানের সঙ্গে এক বছর পূর্বে পার্শ্ববর্তী কাশিপুর গ্রামের আবুল কাশেমের কন্যা রিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সাইদুরের পরিবারের লোকজন গৃহবধু রিতা খাতুনকে নির্যাতন করে আসছিল। ২২ অক্টোবর রিতার শশুর বাড়ীর লোকজন রিতার বাবার বাড়ীতে খবর দেয় রিতা মারা গেছে। খবর দিয়েই রিতার লাশ ফেলে রেখে শশুর বাড়ীর সবাই পালিয়ে যায়।
এসময় রিতার বাবার বাড়ীর লোকজন রিতার শ্বশুরবাড়ীতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় ওই দিনই রিতার বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রিতার বাবা আবুল কাশেম জানান, রিতা ৪ মাসের অন্তঃস্বত্বা ছিলেন।
কেআই/এসি
