ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ত্রিশালে মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

লাইনচ্যুত ট্রেন

লাইনচ্যুত ট্রেন

ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। 

মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জিআরপি থানার ওসি মোশারফ হোসেন। 

তিনি জানান, রাত ৯টার সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মহুয়া এক্সপ্রেস  ট্রেনটি ছেড়ে যায়। ফাতেমা নগর স্টেশনে পৌঁছার ২০০ মিটার আগে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় একই সঙ্গে পেছনে থাকা পাঁচটি বগিও লাইনচ্যুত হয়। 

এ ঘটনায় কোনও হতাহত নাই দাবি করে ওসি মোশারফ আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ফাতেমা নগর স্টেশনে আটকা পড়ে আছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে বলেও জানান তিনি।

এনএস/