ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

‘১৬ বছর ধরে ইরাকি তেল লুট করেছে যুক্তরাষ্ট্র’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:৪৮ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার

ইরাকে মার্কিন বাহিনী

ইরাকে মার্কিন বাহিনী

মার্কিন সরকার বিগত ১৬ বছর ধরে প্রতিদিন ইরাকের দশ লাখ ব্যারেলেরও বেশি জ্বালানী তেল যুদ্ধের ক্ষতিপূরণের নামে লুট করছে বলে অভিযোগ করেছেন ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোওয়াহ্‌হেদি কেরমানি। একইসঙ্গে আমেরিকাই মুসলিম এই দেশটির অর্থনৈতিক সংকটের অন্যতম প্রধান কারণ বলে মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার (১ নভেম্বর) রাজধানী তেহরানে জুমা নামাজের খুতবায় তিনি এ তথ্য জানান বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব বলেন, শত্রুরা এ অঞ্চলের দেশগুলোতে গণ-আন্দোলনের নামে দাঙ্গা-হাঙ্গামা বাঁধানোর এবং সেগুলোকে অপব্যবহারের চেষ্টা করছে।  

এ প্রসঙ্গে আয়াতুল্লাহ মোওয়াহ্‌হেদি কেরমানি বলেছেন, ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যেই সহিংসতাকে মদদ দিচ্ছেন এবং সহিংসতা নিয়ন্ত্রণ না করতে ইরাকি পুলিশ বাহিনীর প্রতি আবেদন জানাচ্ছেন।

আয়াতুল্লাহ মোওয়াহ্‌হেদি কেরমানি আরও বলেন, পশ্চিমাদের মদদপুষ্ট কোনও কোনও রাজনৈতিক গোষ্ঠী কারবালা ও বসরায় অপরাধযজ্ঞ চালিয়েছে। ইরাকের জনগণের উচিত এই অপরাধীদের থেকে দূরে থাক। 

দেশটির সংকট সমাধানের বৈধ পন্থার আশ্রয় নেয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ইরাকের জনগণ ধর্মীয় নেতৃবৃন্দ ও বৈধ সরকারের তত্ত্বাবধানে সমস্যাগুলো সমাধান করতে সক্ষম।  

লেবাননের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তেহরানের এই খতিব বলেন, জনগণের জীবন-যাত্রা ও রুটি-রুজির সমস্যার প্রতি সরকারের উদাসীনতাই লেবাননের গণ-বিক্ষোভের মূল কারণ। 

তিনি বলেন, লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে বোঝা যায় দেশটির কোনও কোনও রাজনৈতিক গোষ্ঠী ইহুদিবাদী ইসরাইল, মার্কিন এবং কোনও কোনও আরব শাসকগোষ্ঠীর স্বার্থকে জনগণের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সূত্র-পার্সটুডে।

এনএস/