ইটিভির সিনিয়র সংবাদ উপস্থাপক রাজীব জামানের বাবা মারা গেছেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩১ এএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ০২:০৯ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

একুশে টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক রাজীব জামানের বাবা সাবেক কাস্টমস কর্মকর্তা আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইয়াল্লাহি রাজিউন।) মৃত্যর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।
গতকাল শুক্রবার রাত পৌনে ১০টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক এই কাস্টমস কর্মকর্তা দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমের প্রথম নামাযে জানাযা আজ শনিবার সকাল ৮টায় তেজগাঁও’র কুনিপাড়ায় নিজ বাসভবন হ্যাপি হোমসে ও দ্বিতীয় জানাযা তেজগাঁও-এর কলোনিপাড়া বাজারে অনুষ্ঠিত হয়।
পরে গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বাদ আসর তৃতীয় ও শেষ জানাযা শেষে তাকে দাফন করা হবে।
একুশের পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
এসএ/