ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ৬০
প্রকাশিত : ১০:৪৭ এএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৪৭ এএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গায় নিহত হয়েছেন অন্তত ৬০ জন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বলছে দুটি মাদকচক্রের বিরোধের জের ধরে এ দাঙ্গার সুত্রপাত। এদিকে দাঙ্গার সময় পালিয়ে গেছে অনেক আসামী। তবে পলাতক আসামীর সংখ্যা কত সে ব্যাপারে কিছু জানাতে পারেনি জেল কর্তৃপক্ষ। গত কয়েক বছরের মধ্যে দেশটির কারাগারে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা এটি। এদিকে মানবাধিকার সংস্থা বলছে, ব্রাজিলের কারাগারগুলোতে ধারণক্ষমতার বেশি বন্দি রাখা হয়।