ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

ইমরান খানকে হটাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার

মরান খানকে হটাতে বিক্ষোভ

মরান খানকে হটাতে বিক্ষোভ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছে দেশটির বিরোধী দলগুলো। শুক্রবার (১ নভেম্বর) জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেন, ইমরান যদি এই সময়ের মধ্যে পদ থেকে সরে না দাঁড়ান, তবে আমরা ভিন্ন কৌশল নিতে বাধ্য হবো। এরপরে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এ খবর দিয়েছে রয়টার্স, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি।

২০১৮ সালের ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। এমন ভূয়া সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই বলেই অভিযোগ ইমরান সরকারের বিরোধী পক্ষের।  

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ইমরান খানকে উৎখাতে গত বুধবার (৩০ অক্টোবর) লাহোর থেকে ‘আজাদি মার্চ’ শুরু হয়। সরকার উৎখাতে এই বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। মিছিলে হাজার হাজার জনতা যোগ দেয়। 

এ বিক্ষোভের নেতৃত্বে আছেন দেশটির জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির আমির প্রধান মাওলানা ফজলুর রহমান। 

এছাড়াও আজাদি মার্চের মিছিলে শামিল হয় পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি)  নেতারা।

এনএস/