ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

কষ্টের ফেরীওয়ালা

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

একটু দাঁড়াও, তোমাকে এনে দেব আমি

সহস্র কথামালা থেকে একটি কথা

একটু দাঁড়াও, তোমাকে এনে দেব আমি

দীঘিজলে ফোঁটা একটি শাপলা

একটু দাঁড়াও, তোমাকে দেখাব আমি

কষ্টগুলোর কোমল বুকে শান্তির শ্বেত কপোতের দৃশ্য

একটু দাঁড়াও, তোমাকে দেখাব আমি

ভোরের আকাশে মোহচ্ছন্ন সূর্যের রঙ

একটু দাঁড়াও, তোমাকে আমি দেব

একটি পুরানো ছেঁড়া ব্যাগে ভর্তি কিছু কবিতা

একটু দাঁড়াও, তোমাকে পড়ে শুনাবো

ভালো লাগার ঘোরলাগা একটি মানুষের কবিতা

কবিতার নাম একজন ফেরীওয়ালা

কষ্ট ফেরি করে বেড়ায়

কষ্ট বিক্রি করে আনন্দ পায়

আকাশী আঁচলে ভরে রাখে কষ্ট

ফেরীওয়ালা শুধুই কষ্ট ক্রয় করে।

ফেরীওয়ালার ভেতর জন্ম নেয় শত সহস্র কথামালা

একটু দাঁড়াও, সেই কথামালা থেকে

একটি কথা

একটি মর্মবেদনা

একটি শিউলীমালা

একটি চিঠি

চিঠিতে একটি শব্দলেখা-

ভালোবাসা আর ভালোবাসা।