গুলশানের ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষতিপূরণ দেয়ার দাবি ব্যবসায়ীদের
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৪ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০১:৫৪ পিএম, ৪ জানুয়ারি ২০১৭ বুধবার
গুলশানে সিটি কর্পোরেশন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার স্ষ্ঠুু তদন্ত ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়িরা। এদিকে, আগুন নিভলেও, উদ্ধার কার্যক্রম শেষ হতে দু’-তিনদিন লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর গুলশানে সিটি কর্পোরেশন মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে সময় লাগে প্রায় ২৪ ঘন্টা।
ব্যবসায়িরা বলছেন, তাদের অন্তত ৫শ’ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
আগুণ নিয়ন্ত্রণ আর উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানালেন, উদ্ধার কার্যক্রম শেষ হতে আরো দু-তিনদিন সময় লাগবে।
আর, নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়ে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক বললেন, এ’ ধরণের দুর্ঘটনা মোকাবেলার সক্ষমতা রয়েছে, তবে প্রয়োজন কারিগরি সহায়তা।