নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়োন্টিতে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়েই শুরু টাইগারদের
প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৪ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০১:৪৮ পিএম, ৪ জানুয়ারি ২০১৭ বুধবার
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়োন্টিতে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়েই নতুন বছর শুরু হলো বাংলাদেশের। এবার দ্বিতীয় ম্যাচে জয় দিয়েই ঘুরে দাঁড়াতে চায় মাশরাফি বাহিনী।
বে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টায় দ্বিতীয় টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাকিব-তামিমরা। নেপিয়ারে প্রথম টি-টিয়েন্টিতে ৬ উইকেটে জয় নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। ওয়ানডের পর টি-টিয়েন্টিতেও বড় ব্যবধানের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় কিউইরা। আর নিউজিল্যান্ড সফরে নিজেদের প্রথম জয় দিয়েই সিরিজে টিকে থাকতে চায় ম্যাশ বাহিনী।