ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

চবিতে প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৩ বছরের ইতিহাসে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. শিরীণ আখতার।

রোববার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলীমা আফরোজ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১২(২) ধারা অনুযায়ী বাংলা বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে উপ-উপাচার্যের পদ থেকে অব্যাহতি প্রদর্শনপূর্বক উপাচার্য পদে নিয়োগ করা হল।

এতে আরও বলা হয়, সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে, উপাচার্য পদে তাঁর উপ-উপাচার্য পদের সমপরিমান বেতন ভাতা প্রাপ্য হবে, বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে গত ১৬ জুলাই থেকে অধ্যাপক ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন এবং তারও আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, ড. শিরীণ আখতার ১৯৫৬ সালে চট্টগ্রাম শহরস্থ ঈদগাওতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আফসার কামাল চৌধুরী এবং মায়ের নাম বেগম লুৎফুন্নাহার কামাল। তার স্বামী মো. লতিফুল আলম চৌধুরী। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জননী।

তিনি ১৯৭৩ সালে কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে চট্টগ্রাম গার্লস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সনে বি.এ অনার্স এবং ১৯৮১ সনে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৯১ সনে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

পরবর্তীতে ১৯৯৬ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সালের ২৫ জানুয়ারি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

তার ১৪টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশ থেকে প্রকাশিত গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি ২০০৬ সনে নজরুল জন্মজয়ন্তী চট্টগ্রাম কর্তৃক নজরুল পদক সম্মাননাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন সার্চ কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন।

কেআই/এসি