নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে জেলহত্যা দিবস পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার
জেল হত্যা দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। রোববার জেলা ও উপজেলা আওয়ামী লীগ জেলা হত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু, তাঁর পরিবারের নিহত সদস্য ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু সমাধী সৌধ মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে, সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আযমসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অন্যদিকে, জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। ৩ নভেম্বর নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কেআই/এসি
