ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৯ ১৪৩১

প্যারিসে পঞ্চম মুকুট জকোভিচের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭ এএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ১০:৩০ এএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

ফেভারিট হিসেবে কোর্টে নেমে নোভাক জকোভিচ প্রত্যাশা মতোই জিতে নিলেন প্যারিস মাস্টার্সের খেতাব৷ কানাডিয়ান ডেনিস শাপোভালোভকে হারিয়ে প্যারিস মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান তারকা।

রোববার রাতে ক্যারিয়ারে এই সার্বিয়ানের এটি ৭৭তম এটিপি শিরোপা। সপ্তাহ জুড়ে দুর্দান্ত খেলে ফাইনালেও কোনও সেট হারেননি জকোভিচ।

এক ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে ৬-৩ ও ৬-৪ গেমে জিতেন ১৬ গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই টেনিস আইকন। ২০ বছর বয়সী শাপোভালোভের বিপক্ষে এটি তার চতুর্থ জয়। আর প্যারিসে জকোভিচের পঞ্চম শিরোপা। একইসঙ্গে চলতি বছরে সব মিলিয়ে এটি তার পঞ্চম শিরোপা জয়ও।

একে//