ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

'বৃহস্পতিবার সারাদেশে কালো পতাকা মিছিল সফল করা হবে'

প্রকাশিত : ০৪:১০ পিএম, ৪ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:৩৩ এএম, ৮ জানুয়ারি ২০১৭ রবিবার

সব হুমকী এবং বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার সারাদেশে কালো পতাকা মিছিল সফল করা হবে বলে জানালেন বিএনরি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয় সংবাদ সম্মেলনে রিজভী বলেন, একই সাথে ৭  জানুয়ারি ঢাকায় সমাবশের প্রস্তুতিও সম্পন্ন করেছে বিএনপি। তবে এখনও অনুমতি না পাওয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ন কর্মসূচীতে সরকার অনুমতি না দিয়ে একদলীয় শাসন কায়েম করতে চায়। দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির ও সমালোচনা করেন রুহুল কবীর রিজভী।