ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

শিক্ষার্থীদের জন্য ই-সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

শিক্ষার্থীদের ইন্টারনেটে সুরক্ষিত পদচারণার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট নির্দেশনা। ডিনেট আইসিটি ডিভিশনসহ বিভিন্ন অংশীদারকে সাথে নিয়ে শিক্ষার্থীদের ইন্টারনেটে সুরক্ষিত থাকার লক্ষ্যে একটি গাইডলাইন তৈরি করছে। এ লক্ষ্যে সোমবার ডিনেট কার্যালয়ে বিশেষজ্ঞদের সাথে ‘শিক্ষার্থীদের জন্য ই-সচেতনতা’ বিযয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় অংশগ্রহণ করেন আইসিটি ডিভিশন, বেসিস, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, সমকাল, গুগল ডেভেলপার গ্রুপ ক্লাউড বাংলা, গণসাক্ষরতা অভিযান এবং ফানুস প্রাইভেট লিমিটেড থেকে প্রতিনিধিরা। 

এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়া রহমান। বিষয় বিশেষজ্ঞ হিসেবে আলোচনায় অংশ নেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব মোঃ খাইরুল আমিন, বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল-এর শিক্ষক ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ডিনেট প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম সিরাজুল হোসেন সহ আরও অনেকে।   

সভায় শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা, নানা ধরনের বিষয় সম্পর্কে সতর্কতা এবং সচেতনতা গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনার মূল বিষয় ছিল শিক্ষার্থীদের জন্য ইন্টারনেটে সচেতনতা বিযয়ক একটি গাইডলাইন তৈরি। উক্ত গাইডলাইনটিতে শিক্ষার্থীদের ইন্টারনেটের বিভিন্ন ধরনের অপশক্তি ও বিপদ থেকে নিরাপদ থাকার বিভিন্ন বিষয় সমন্বয় করা হবে। সভার আলোচনায়, বর্তমান বাস্তবতায় শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতার বিষয়টি একটি জরুরি প্রশ্ন হিসেবে সামনে এসেছে।

অতিরিক্ত সচিব মোঃ খাইরুল আমিন বলেন, “সরকারের প্রধান কাজ হলো তার জনগণকে রক্ষা করা। ইন্টারনেটের দুনিয়াতে শিক্ষার্থীদের বিভিন্ন অপরাধ থেকে রক্ষার এই (ডিনেটের) উদ্যোগে তাই আইসিটি ডিভিশন সর্বোচ্চ সহায়তা প্রদান করবে ।” বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, “ইন্টারনেট সচেতনতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ইন্টারনেটে প্রাপ্ত তথ্যসমূহ যাচাই বাছাই করা শিখতে হবে এবং কিভাবে সঠিক তথ্য অনলাইন থেকে বের করতে হয় সে ব্যাপারে অবগত থাকতে হবে।”

আরকে//