ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

লাউয়াছড়ার উদ্যানে বিরল প্রজাতির বনরুই অবমুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বিরল প্রজাতির বনরুই অবমুক্ত করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় উদ্যানের জানকিছড়া এলাকায় বনরুই অবমুক্ত করা হয়। লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত ৩১ অক্টোবর কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাটা থানার সীমান্ত এলাকা থেকে পাচারের সময় রংপুর সামাজিক বন বিভাগের কর্মীরা এটি উদ্ধার করেন। পরে লাউয়াছড়া বনে এ প্রজাতির উপস্থিতি থাকায় এটি অবমুক্তির জন্য প্রেরণ করা হয়। আজ সোমবার বিকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীদের নিয়ে এটিকে অবমুক্ত করা হয়।

কেআই/এসি