ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

মহাসড়ক অবরোধের পর শিক্ষার্থীদের দাবি মেনে নিল বেরোবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

টানা ৪ ঘন্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করার পর শিক্ষার্থীদের দাবি মেনে নিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। বুধবার দুপুর ১টায় বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
 
অবরোধ করার পর বেরোবি উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীরা বিজয় মিছিল দিয়ে হলে ফিরে যায়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুযোগ প্রদান, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সাথে জড়িতদের ভর্তি সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা ও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের বিভাগীয় ও একাডেমিক হয়রানি না করা।

উল্লেখ্য যে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীরা হলে থাকতে পারলেও প্রথমবারের মতো এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সময় হলে থাকতে পারবে।

কেআই/এসি