পুলিশের বাধায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
রাঙামাটিতে পুলিশের বাধায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। তবে, পুলিশের বেষ্টনীর মধ্যেই প্রতিবাদ সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা।
পাঁচ জানুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মামুনুর রশিদ মামুন সহ অন্যরা। এ’সময় বক্তারা বলেন, আগামীতে যেকোন প্রহসনের নির্বাচন প্রতিহত করা হবে।