ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

বন্দুকযুদ্ধে জেএমবি নেতা মারজান ও তার সহযোগি সাদ্দাম নিহত

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৩২ পিএম, ৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবি নেতা নুরুল ইসলাম মারজান ও তার সহযোগি সাদ্দাম নিহত হয়েছে। এ ঘটনায় মারজান হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলার অপারেশন কমান্ডার ছিল। আর সাদ্দাম রংপুরে জাপানী নাগরিক হত্যা-সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় নাশকতার অন্যতম হোতা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলার পর থেকেই ‘মোস্ট ওয়ান্টেড’ ছিল জেএমবি’র অপারেশন কমান্ডার নুরুল ইসলাম মারজান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এই ছাত্রের গ্রামের বাড়ি পাবনার হেমায়েতপুরে। গত বছরের জানুয়ারি থেকে পরিবারের সাথে তার কোন যোগাযোগ ছিল না। গত বছরের ১১ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে স্ত্রী আরেফিন প্রিয়তি গ্রেপ্তার হলেও মারজান ছিল ধরাছোয়ার বাইরে। এই মারজানের সন্ধানে বৃহষ্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় মারজান ও তার সহযোগি সাদ্দাম নিহত হয়। পরে তাদের লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শুক্রবার সকালে মারজান ও সাদ্দাম নিহত হওয়ার ঘটনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য পলাতক জঙ্গিরাও শিগগিরই ধরা পড়বে বলেও জানান তিনি।