ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ ও মোবাইল জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২০ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ ও দশটি মোবাইল জব্দ করেছে কাস্টম হাউস, ঢাকা প্রিভেন্টিভ টিম। 

এ ঘটনায় তিন যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সিলেটের একটি ফ্লাইট থেকে এই স্বর্ণ ও মোবাইল জব্দ করা হয়।

আটকেরা হলেন, আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু এবং সাইফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে আড়াই কেজির বেশি ওজনের স্বর্ণ ও শাওমি ব্র্যান্ডের দশটি মোবাইল জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে।

তিনি বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে বেলা সাড়ে এগারোটায় মাসকট থেকে সিলেট হয়ে ঢাকায় আগত বাংলাদেশ বিমানের ফ্লাইটের (নং-বিজি২২২) মাধ্যমে যাত্রী আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু ও সাইফুল ইসলামকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে ২ কেজি ৫৬০ গ্রাম স্বর্ণ ও ১০ টি মোবাইল পাওয়া যায়।  আটক পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা।

আটক যাত্রীদের পুলিশে সোপর্দসহ আটক পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান সাজ্জাদ হোসেন।

আরকে//