বাংলাদেশকে ৪৭ রানে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড
প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:৪০ পিএম, ৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার
দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। জয়ের জন্য ১৯৬ রানের তাড়া করতে গিয়ে ১৪৮ রানে থেমে যায় বাংলাদেশ। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান সংগ্রহ করে কিউইরা।
ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত বাংলাদেশের। আর প্রথম বলেই আঘাত। ওপেনার রঙ্কিকে ফিরিয়ে দিয়ে ফিল্ডিংয়ের যথার্থতা প্রমান করেন দলপতি নিজেই। এরপর উইলিয়ামসনকে ১২ রানে সাকিব আর ৪ রানে এন্ডারসনকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মোসাদ্দেক ।
এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বাংলাদেশ। মুনরো ঝড়ে অনেকটাই কোনঠাসা বাংলাদেশী বোলাররা। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ব্রুসকে সাথে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ১২৩ রান করেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। মাত্র ৫০ বলে ৭টি ছয় ও ৭টি চারের সাহায্যে তিনি করেন ১০১ রানে। অন্য প্রান্তে ব্রুস অপরাজিত ছিলেন ৫৯ রানে। ৩৭ রান দিয়ে ৩টি উইকেট রুবেল।
জয়ের জন্য বড় টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট। রানের দেখা পাওয়ার আগেই স্যান্টনারের বলে আউট হন ইমরুল কায়েস। এরপর তামিম ১৩ রানে রান আউট হলে অনেকটাই ব্যাকফুটে মাশরাফি বাহিনী। আর আয়েশি শর্টে সাকিব ১ রানে প্যাভিলিয়নের পথ ধরলে স্বল্প পুঁজিতে থেমে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ।
চতুর্থ উইকেট জুটিতে সৌম্যকে সাথে নিয়ে ৬৮ রান করে আলো দেখাচ্ছিলেন সৌম্য আর সাব্বির। কিন্তু সৌম্য ৩৯ রানে আউট হলে আবারো স্বপ্ন ফিকে হতে থাকে বাংলাদেশের। আর দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে হার নিশ্চিত হয়ে যায় সফরকারীদের। শেষ দিকের ব্যাটসম্যানরা শুধুই পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। কিউইদের পক্ষে শোধি নিয়েছেন ৩টি উইকেট।