ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

আরেকটা বড় ইনিংসের খোঁজে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

লিটন দাস ইন অ্যাকশন

লিটন দাস ইন অ্যাকশন

ভারতে অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত বড় ইনিংস বা অর্ধ-শতক হয়েছে দুটি। একটি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম, অন্যটি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। দুটি ইনিংসই ছিল নিজ নিজ দলের জয়ের ভিত্তিমূল। যে কারণে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে টাইগারদের কাছে আরেকটা বড় ইনিংস বা অর্ধ-শতক চান কোচ রাসেল ডমিঙ্গো।

টাইগারদের প্রধান কোচ মনে বলেন, আমাদের বেশ কয়েকটা ত্রিশ পার হওয়া ইনিংস হচ্ছে। কিন্তু এ ইনিংসগুলোকে সঠিক সিদ্ধান্ত ও ঠাণ্ডা মাথার ব্যাটিং দিয়ে অর্ধ-শতকে রুপান্তরিত করা উচিৎ।

ডমিঙ্গো বলেন, ‘প্রথম ম্যাচে মুশফিক বড় ইনিংস খেলেছিল। যে ম্যাচে আমরা জিতেছি। দ্বিতীয় ম্যাচে রোহিত বড় ইনিংস খেলেছে, যে ম্যাচে জয় পেয়েছে ভারত। আমাদের কেউ যখন ত্রিশ না করে ফেলবে, তখন সেটা ৭০-৮০ রানে নিয়ে যেতে হবে। তাহলেই আসবে সাফল্য।’

বাংলাদেশ দলের কোচ মনে করেন, কখনও কখনও বাংলাদেশি ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনটা হয় দৃষ্টিকটু। এর কারণ মূলত ভুল সিদ্ধান্তের কারণে। এ ক্ষেত্রে ব্যাটসম্যানদের উন্নতি চাইছেন ডমিঙ্গো।

ব্যাটসম্যানদের পক্ষ নিয়ে তিনি বলেন, ‘এমন নয় যে, ব্যাটসম্যানরা আউট হওয়ার চেষ্টা করে। মূলত তারা গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নিতে ভুল করছে। এটা কোনও টেকনিক্যাল ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তাদের উন্নতি করতে হবে।’

সিরিজে এগিয়ে থেকেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পাত্তা না পাওয়ার বড় কারণ ব্যাটিং ব্যর্থতা বলেই মনে করেন ডমিঙ্গো। টাইগার-কোচ জানান, ‘শিশির বড় ভূমিকা রেখেছিল, এতে কোনও সন্দেহ নেই। টসও ভূমিকা রেখেছে। দুই দলই পরে ব্যাট করতে চাইত। তারপরও ব্যাট হাতে ১৮০-১৯০ রান করতে পারলে আমাদের ভালো সুযোগ থাকত।’

এনএস/