ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাংসদ বাদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী কমিটির সভাপতি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল এর দাফন সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন এলাকাবাসী। শনিবার (৯ নভেম্বর) রাতে সাংসদ বাদলকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় মঈন উদ্দিন খান বাদলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সড়ক পথে সাংসদ বাদলের মরদেহ চট্টগ্রাম নিয়ে আসা হয়। বাদ মাগরিব চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে সাংসদের মরদেহ সন্ধ্যা ৭টায় বোয়ালখালীতে এসে পৌঁছায়।
 
উপজেলা স্মৃতিসৌধ চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরোজুল হক টুটুলের নেতৃত্বে জেলা পুলিশের একটি সু-সজ্জিত দল 'রাষ্ট্রীয় গার্ড অব অনার' প্রদান শেষে রাত ৮টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বাদ এশা তৃতীয়বারের মতো নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহতাব উদ্দিন, সাবেক সিডিএ চেয়ারম্যান কোষাধ্যক্ষ আবদুচ সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম, পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী প্রমুখ।

জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে সাংসদ বাদল এর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাত ৯টায় সারোয়াতলীর ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাংসদ বাদলের দাফন সম্পন্ন হয়।

কেআই/আরকে