মহাবিপদ সংকেত প্রত্যাহার
বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার

প্রলংকারী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশের উপকূলে আঘাত হানার পর ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। দুপুর নাগাদ এটি ঢাকা থেকে কুমিল্লা হয়ে ভারতে প্রবেশ করবে। ‘বুলবুল’র দুর্বলতার কারেন মংলা-পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় ৯ জেলায় জারি হওয়া ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্রগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে সবখানেই ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সর্বশেষ বিফ্রিং-এ আবহাওয়াবিদ সামছুদ্দিন আহমেদ এ তথ্য জানান। এছাড়া নৌ-রুটগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা-বাগেরহাট অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। সেজন্য সংকেতগুলো নামিয়ে দিতে বলা হয়েছে।’
এর আগে গতকাল শনিবার পায়রা ও মংলা সমুদ্রসহ ৯ জেলায় (ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা) ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছিলো।
এমএস/