ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

মাঠেই ধ্যানমগ্ন মুশফিক-সৌম্যরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার

মুশফিক ও সৌম্য

মুশফিক ও সৌম্য

আর মাত্র কয়েক মুহূর্ত! ভরতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের জয় পাওয়া বাংলাদেশ, দ্বিতীয়টিতে হার মানে ৮ উইকেটে। আজ তাই নাগপুরে সিরিজের তৃতীয় ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ ম্যাচে যারা জিতবে সিরিজ যাবে তাদেরই ঘরে।

চলমান এ টি-টোয়েন্টি সিরিজের ওপর থেকে আবহাওয়ার প্রভাব যেন কিছুতেই কাটছে না। দিল্লিতে প্রথম ম্যাচের আগে আতঙ্ক ছড়িয়েছে বায়ুদূষণ। রাজকোটে দ্বিতীয় ম্যাচে শঙ্কা জাগিয়েছিল ঘূর্ণিঝড় ‘মহা’। তবে আজ নাগপুরের বিদর্ভাতে নামার আগে স্বস্তির সংবাদই পাচ্ছে বাংলাদেশ।

যদিও সিরিজ নির্ধারিত এ ম্যাচের আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশের আগে আঘাত হেনেছে ভারতের পশ্চিমবঙ্গে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ‘বুলবুল’র প্রভাব কি বাংলাদেশ-ভারতের তৃতীয় ম্যাচেও থাকছে?

তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নাগপুরে ‘বুলবুল’র কোন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ সুন্দর আবহাওয়াতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। তথ্যটি বাংলাদেশের জন্য ইতিবাচকই। কারণ কোন কারণে কার্টেল ওভারে ম্যাচ অনুষ্ঠিত হলে ভারতকে আটকানো কঠিনই হয়ে যেত টাইগারদের জন্য।

একইসঙ্গে, বাংলাদেশকে ভালো খবর দিচ্ছে নাগপুরের উইকেটও। রাজকোটের ব্যাটিংবান্ধব উইকেটে সুবিধা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। আবার ব্যাটসম্যানরাও পারেনি প্রয়োজনীয় রান তুলতে। যাতে হারতে হয়েছে বড় ব্যবধানে। তবে খুশির খবর হচ্ছে, নাগপুরের উইকেট ততটা ব্যাটিং সহায়ক নয়, অনেকটা দিল্লির মতই স্লো।

তিন মাস আগেই নাকি নতুন মাটি ফেলা হয়েছে নাগপুরের এ উইকেটে। এসব ক্ষেত্রে বল ঠিকভাবে ব্যাটে আসে না, আসে থেমে থেমে। এমন মন্থর উইকেটেই তো অভ্যস্ত বাংলাদেশি ব্যাটসম্যান- বোলাররা। যেখানে স্ট্রোকের ফুলঝুড়ি ছুটিয়ে রানের বন্যা বইয়ে দেয়াটা নিতান্ত কঠিন।

অন্যদিকে রাজকোটের উইকেটে যেখানে ১৮৫ রানকে চ্যালেঞ্জিং স্কোর বলা হচ্ছিল। সেখানে নাগপুরের উইকেটে ১৫৫ রানকেই বলা হচ্ছে চ্যালেঞ্জিং। দেখা যাক, দিল্লির মত এবার নাগপুরের সুবিধাটা কাজে লাগাতে পারেন কিনা বাংলাদেশ। 

তবে আজ মাঠে নামার আগে শনিবার বিকেলে অনুশীলনে বেশ ফুরফুরেই দেখা যায় বাংলাদেশ দলকে। যেখানে মাঠেই ধ্যান করতে দেখা যায় মি. ডিপেন্ডেবল খ্যাত টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। সঙ্গে ছিলেন আরেকজন, টাইগার ওপেনার সৌম্য সরকার। ছবিতে তাদেরকে বেশ প্রাণোচ্ছলই দেখা যায়। আজ ম্যাচ শেষে এমন প্রাণোচ্ছল টিম-বাংলাদেশকেই দেখতে চায় কোটি টাইগারভক্ত।    

এনএস/