ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৭ পিএম, ৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার
কক্সবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দু’দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত । সম্মেলনে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। এই সম্মেলনে ২০১৭ সালের আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।