ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

বাবরি মসজিদের জমি নিয়ে সেলিম খানের প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ০৯:৩৬ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বাবরি মসজিদ নিয়ে শনিবার রায় দেয় ভারতীয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দু মামলাকারীকে দেওয়ার পক্ষে রায় দিয়েছে।

অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আর সেই রায়কেই স্বাগত জানিয়ে এবার প্রশংসাযোগ্য এক প্রস্তাব দিলেন বলিউড অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান।

অযোধ্যা রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি স্পষ্টতই জানান, মুসলিমদের মসজিদ তৈরির জন্যে যে ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বরং কলেজ তৈরি করা হোক। কোনও আড়াল না রেখেই বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান বলেন, 'ভারতীয় মুসলিমদের জন্য মসজিদের চেয়ে স্কুল অনেক বেশি প্রয়োজনীয়।'

এখানেই থামেননি তিনি। দীর্ঘদিন ধরে চলে আসা অযোধ্যা মামলা প্রসঙ্গে নিজের সুচিন্তিত মতামত রেখে বলেছেন, 'অযোধ্যা নিয়ে বিতর্ক এবার শেষ হোক। নামাজ তো যে কোনও জায়গায় পড়ে নেব আমরা। সে মাটিতে বসে হোক বা বিমানে চড়ে কিংবা ট্রেনে চড়ে। কিন্তু শিক্ষা জরুরি। আর সেজন্য আমাদের স্কুল চাই!' 

শিক্ষার প্রসঙ্গে রীতিমতো পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, 'দেশের প্রায় ২২ কোটি মুসলিম নাগরিক যদি উপযুক্ত শিক্ষা পান, তাহলে ভারতের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে!'

সালমান খান অযোধ্যা রায় নিয়ে মুখ না খুললেও সেলিম খানের এহেন প্রতিক্রিয়ায় মুগ্ধ অনেকেই। বহু সাধারণ মানুষ তাঁকে কুর্নিশ জানিয়েছেন। সূত্র: এনডিটিভি ও বিবিসি বাংলা

এসি