থাই সংঘরাজার পক্ষ থেকে মহা সংঘদান ও পিন্ডদান অনুষ্ঠান
প্রকাশিত : ০১:০৭ পিএম, ৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:০৮ পিএম, ৬ জানুয়ারি ২০১৭ শুক্রবার
থাই সংঘরাজার পক্ষ থেকে গৌতম বুদ্ধের পবিত্র দেহাবশেষ বিতরণ উপলক্ষে মহা সংঘদান ও পিন্ডদান অনুষ্ঠান হয়েছে।
রাজউক অডিটোরিয়ামে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চল এই অনুষ্ঠানের আয়োজন করে। থাইল্যান্ড থেকে পাঠানো বাংলাদেশে ৪৮টি বৌদ্ধ বিহারকে গৌতমবুদ্ধের পবিত্র দেহাবশেষ পুতাস্থি বিতরণ করা হয়। এ’সময় দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাস্থবিরসহ অন্য ভিক্ষুরা উপস্থিত ছিলেন।