ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ২ ১৪৩১

মোংলায় বুলবুলের ত্রাণ পেল ক্ষতিগ্রস্থ পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

মোংলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিতে শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল থেকে পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। 

এসময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান, পৌর মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। 

মোংলা উপজেলার প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. নাহিদুজ্জামান জানান, মোংলা উপজেলার পৌরসভা ও চাঁদপাই, চিলা, সোনাইলতলা, বুড়িডাঙ্গা, সুন্দরবন ও মিঠাখালী ইউনিয়নের প্রায় আড়াই হাজার লোকের মাঝে ঢেউটিন, চাল ও নগদ টাকা টাকা প্রদান করা হয়। এছাড়া ৪৫০ জনের মাঝে সাত প্রকারের খাবার দেওয়া হয়।  

মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, এক হাজার ৩৮০ জন ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হয়েছে। এদের জন্য প্রাথমিকভাবে ১৩০ বান্ডিল ঢেউটিন, ৪০ মে. টন চাল ও তিন লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে এ ত্রাণ সহায়তা আরও বাড়বে বলে তিনি জানান।

কেআই/এসি