ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরায় দুই জেলে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

বন বিভাগের অনুমতি ও রাজস্ব ফাঁকি দিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পূর্ব সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির নীল বাড়িয়া খাল থেকে তাদের আটক করা হয়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।  

আটককৃত জেলেরা হলেন, মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই গ্রামের মৃত রশিদ শেখের ছেলে হোসেন শেখ ও মজিদ মোল্লার ছেলে ইমরান মোল্লা। বন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ডিএফও মাহমুদুল হাসান জানান। 

তিনি জানান, বনবিভাগ কর্তৃক কাঁকড়া আহরণের অনুমতি ছাড়া দুবলার নীল বাড়িয়া খালে ওই দুই জেলে কাঁকড়া ধরছিল। গোপন সংবাদ পেয়ে দুবলা টহল ফাঁড়ির বন রক্ষীরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি কাঁকড়াও জব্দ করা হয় বলে জানান ডিএফও।

কেআই/এসি