ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

ফেলানী হত্যা দিবস আজ

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১২:৩৭ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার

কিশোরী ফেলানী হত্যা দিবস আজ। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ীর রামখানা সীমান্তে বিএসএফ-এর গুলিতে মারা যায় ফেলানী। পরে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে ভারত বিএসএফের নিজস্ব আদালতে দুই দফা বিচার শেষে বেকসুর খালাস দেয় হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। ভারতের একটি মানবাধিকার সংগঠন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। ভারতীয় আদালত তা গ্রহণ করলেও এখন পর্যন্ত শুনানি হয়নি।