ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

রাজবাড়ীতে পদ্মা তীর সংরক্ষণ বাঁধে ধস

প্রকাশিত : ০১:০০ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০১:০০ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার

রাজবাড়ীর বলতাব্রীজ এলাকায় ধস দেখা দিয়েছে পদ্মা তীর সংরক্ষণ বাঁধে। এরইমধ্যে ধসে গেছে প্রায় ৬০ মিটার জায়গা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই ক্ষতির মুখে পড়েছে বাঁধটি। এদিকে, ভ্রাম্যমান আদালতের অভিযানে বালি উত্তোলনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার ভোরে হঠাৎ করেই ধসে যায় বাঁধটির এই অংশ। হঠাৎ ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। হুমকির মুখে পড়েছে ফসলী জমি, বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে একটি চক্র নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি তুলছে। অপরিকল্পিতভাবে বালি উত্তোলন আর মজুদ করা বালির পানিতে দিনে দিনে ক্ষতিগ্রস্ত হয় বাঁধটি। ঘটনার পর থেকে আত্মগোপনে বালি ব্যবসায়ী ও শ্রমিকরা। শুক্রবার বিকেল থেকেই অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। নদী সংরক্ষণ বাঁধ রক্ষায় অবৈধ বালি ব্যবসা বন্ধসহ ধসে পড়া অংশ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।