আবরার হত্যা: ২৫ জনকে আসামি করে চার্জশিট চূড়ান্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ১০:২৮ এএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে।
বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র নিয়ে আসেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ অভিযোগপত্র জমা দেন তারা।
জানা গেছে, ২৫ জনের নামে হওয়া ওই চার্জশিটে ১১ জন সরাসরি হত্যায় অংশ নেয়। ঢাকার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর দিনগত রাতে আবরাকে নির্দয়ভাবে পেটান বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তার সহপাঠীরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একে//