ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

বরিশালের বিলে শাপলার মেলা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০৫:০৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

বরিশালের আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার বিলে জুড়ে শাপলার মেলা। ২ উপজেলায় বিস্তৃত আড়াই হাজার হেক্টর আয়তনের বিলে জন্মানো শাপলা কেবল চোখ জুরানো নয়, স্থানীয় বাসিন্দাদের জীবিকার অন্যতম উপাদান। বিলের বুকের এই রঙের চাদও দেখতে এখানে আসছেন বহু মানুষ। 
যেদিকে দুচোখ যায়, সে দিকেই  লাল কার্পেটের মতো ছড়িয়ে থাকা শাপলা ফুলের সমাহার। পাঁপড়িতে জমে আছে বিন্দু বিন্দু শিশির। এই দৃশ্য বরিশাল অঞ্চলের বিলগুলোর হেমন্তের চিত্র।
জলে ভাসছে সবুজ পাতা। সবুজ ক্যানভাসে ফুটে আছে অৎয¯্র রক্ত-শাপলা। যত দূও চোখ যায়, কেবল রঙের খেলা।
আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার রতœপুর, বাগদা, আশকরা সহ শত শত বিঘা জলাভুমি। শরতের শুরুতেই এই জলাগুলোতে ফুটতে থাকে শাপলা। হেমন্তে এলাকার রঙ বদলে দেয় এই জলজ উদ্ভিদ। বহু মানুষ আসেন এই লালীমা দেখতে। 
বিলপাড়ের বাসিন্দাদেও কাছে শাপলা কেবল সুন্দরের প্রতীক নয়, জীবিকার অবলম্বন, খাদ্য উপাদান। বছরে ৮ মাসই জল থাকে বিলগুলোতে। তাই বিল ঘিরেই তাদেও জীবন যাপন।
শাপলা সব্জি এবং ওষুধি গুণে ভরা, একথা জানালেন দুই বিশেষজ্ঞ।