ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

কনজুমার ইয়ুথ বাংলাদেশ’র দু’টি শাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’র (সিসিএস) যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’র (সিওয়াইবি) দু’টি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এবং খুলনা সরকারি বিএল (ব্রজলাল) কলেজ শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
 
দুইটি ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে কমিটিসমূহ ঘোষণা করেন সিওয়াইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ। বশেমুরবিপ্রবি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ শাখার সহকারী পরিচালক শামিম হোসেন। বিএল কলেজ শাখার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব রবিউল ইসলাম।

জানা যায়, বশেমুরবিপ্রবি শাখার সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী তারিক লিটু ও সাধারণ সম্পাদক কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী দুর্জয় শুভ। অন্যদিকে সরকারি বিএল কলেজ শাখার সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোমিনুল ইসলাম ও সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. রেজওয়ানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

বশেমুরবিপ্রবি শাখা উপদেষ্টা হিসেবে সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাংলা বিভাগের সভাপতি ও সহকারি অধ্যাপক মো. আব্দুর রহমান, ফার্মাসি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, মার্কেটিং বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ইমরান হোসেন  এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসাইন ।

বশেমুরবিপ্রবি শাখায় ৫৩ সদস্যের কমিটি:
বশেমুরবিপ্রবি শাখায় ৫৩ সদস্যের কমিটিতে অন্যরা হলেন- সহ-সভাপতি আরিফ হোসেন,ফয়সাল হাবিব সানি, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মো. সাহানুর হোসেন, ফাতেমাতুজ জোহরা ইলরা, সাংগঠনিক সম্পাদক মো. সোহরুল ইসলাম, ফাল্গুনী হাকিম হিমু, জোবায়ের আহমেদ, অর্থ সম্পাদক বিভাস বাইন, সহ-অর্থ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক জাহানারা জয়া, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, অফিস সম্পাদক সোহাগ হোসেন, সহ-অফিস সম্পাদক ফয়সাল আহমেদ শান্ত, আইন সম্পাদক তানভীর আলম খান, সহ-আইন সম্পাদক অভীক মজুমদার, শিক্ষা সম্পাদক আল আমিন , সহ-শিক্ষা সম্পাদক মোহাম্মদ রাতুল, কর্মসূচি বিষয়ক সম্পাদক জাহিদা উর্মী, সহ-কর্মসূচি বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেন, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, গবেষণা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সহ-গবেষণা বিষয়ক সম্পাদক আনাম ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক শরিফ রাজু, সহ-তথ্য বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিফাত বিন্তে জামান রাকা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজিব রানা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মুক্তাদির, গণমাধ্যম বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান হাসিব।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, আয়েশা আক্তার শিলা, মো. রাকিবুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. রাশেদ ইসলাম, আশরাফুল ইসলাম, ফয়সাল হক ফয়সাল, খায়রুজ্জামান জনি, মাসুম বিল্লাহ, রূপনী রূপা,হাফিজ শেখ, জাকির হোসেন, মোহাম্মদ রহমান।

বিএল কলেজে ২৭ সদস্যের কমিটি:
বিএল কলেজে ২৭ সদস্যের কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এম এম মাসুম বিল্যাহ,  আবিদ হাসান, কাইয়ুম সরদার, পারভেজ সরদার, সহ-সাধারন সম্পাদক জায়েদ উদ্দীন, আবুল হোসেন, মাসুম বিল্যাহ, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক, এনামুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিরা সরকার, অফিস সম্পাদক ফয়সাল হোসাইন, সহ-অফিস সম্পাদক লিমন হোসেন, কোষাধ্যক্ষ ভিক্টোরিয়া, সহ-কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, প্রেস সম্পাদক শাহিন আলম, সহ-প্রেস সম্পাদক মিরাজ হোসেন, ভোক্তা অধিকার সম্পাদক হাবিবুর রহমান, সহ-ভোক্তা অধিকার সম্পাদক মিনারুল ইসলাম, খেলাধুলা ও সংস্কৃতি সম্পাদক রাসেল হোসেন, আইটি সম্পাদক সজন, সহ-আইটি সম্পাদক রায়হান শেখ, সমাজ কল্যাণ সম্পাদক কামরুন নাহার, সাংস্কৃতিক সম্পাদক আঁখি সুলতানা, মিডিয়া সম্পাদক মাহফুজা রহমান।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, তুহিন হাসান, আমিনুর রহমান, আরিফুল ইসলাম, শামিম হোসেন, আ. জব্বার, রাকিব আহমেদ, নাজিম উদ্দীন, আহমেদ রাজু, মোস্তাফিজুর এবং খালিদ হাসান।

উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইবি, রাজশাহী, চট্টগ্রাম, শাবিপ্রবি, ববি, সিকৃবি, হাবিপ্রবি, নোবিপ্রবি, যবিপ্রবি, জাককানইবি, বেরোবি, ঢাকা কলেজ, নবাবগঞ্জ কলেজ, গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এমএস/আরকে