যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, হামলাকারী আটক
প্রকাশিত : ০১:১০ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০১:১০ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেল বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮ জন। আটক করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে। ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসাজস রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেল বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালে হঠাৎ গুলি চালায় এক বন্দুকধারী। আতংক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। প্রাণ বাঁচাতে দিক-বিদিক ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। গুলিতে প্রাণ হারায় ৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৬ বছর বয়সী ওই হামলাকারী স্টার ওয়ার্সের টি-শার্ট পরেছিলেন। আনুষ্ঠানিকভাবে এখনও হামলাকারীর পরিচয় প্রকাশ হয়নি। তবে, বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, হামলাকারীর নাম ইস্তেবান সান্তিয়াগো। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন।
হামলার কারণ এখনও ষ্পষ্ট নয়। সন্দেহভাজন হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জঙ্গি সংগঠনের যোগসাজস রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
পুরো ঘটনার দিকে নজর রাখার কথা জানিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।