ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

কুমিল্লায় শেষ হলো উগ্রবাদ দমন বিষয়ক সেমিনার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

কুমিল্লায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের তত্ত্বাবধানে এবং কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ডেরাডাইকেলাইজেশন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শেষ হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) নগরীর জেলা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে এ সেমিনানের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। 

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে ওই সেমিনারে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া, গোয়েন্দা সংস্থা এনএসআই’র যুগ্ম-পরিচালক জিএম আলীম উদ্দিন ও নারী নেত্রী পাপড়ী বোস প্রমুখ। 

এসময় জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা, পুলিশের সদর দপ্তরের প্রতিনিধিগণ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৩ দিন ব্যাপী এ সেমিনারে জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, চৌকিদার-দফাদার, বিভিন্ন মসজিদের ইমাম এবং পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

এআই/