গাইবান্ধার ৩ সাঁওতালকে গুলি করে হত্যার প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০২:৪৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে তিন সাঁওতালকে গুলি করে হত্যার প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
সংবাদ সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতালদের উপর নির্যাতনের ২ মাস পেরিয়ে গেলেও ঘটনার মূল হোতাসহ সন্ত্রাসীদের কাউকেই গ্রেফতার করা হয়নি। পুলিশ চিহ্নিত অপরাধীদের গ্রেফতার না করে সাঁওতালদের বাড়িতে তল্লাশী চালাচ্ছে। এছাড়া, জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও, সমাবেশের অনুমতি না দেয়ায় হতাশ তারা। এসবের প্রতিবাদে ১৫ জানুয়ারি রংপুর এবং ১৭ জানুয়ারি রাজশাহীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন আদিবাসী নেতারা।