ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় নিহত ৭, আহত ২১

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০২:৪৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, গোপালগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২১ জন। সিরাজগঞ্জের কামারখন্দের কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কের আলোকদিয়া মোড়ে অটোরিকশার সাথে বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন। আহত ১৩ জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরও দুইজন। গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়‌কের মান্দারতলা এলাকায় ট্রলি ও ট্রা‌কের সংঘ‌র্ষে ২ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ৩ শ্রমিক। আহত‌দের খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে। এদিকে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নসিমন উল্টে ২ গরু ব্যবসায়ি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে ৭ জন।