আগামীকাল সব মহানগর ও জেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি
প্রকাশিত : ০২:৪১ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০২:৪৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে আগামীকাল রোববার রাজধানীসহ সব মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।
শনিবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। মিছিল বা সমাবেশের মাধ্যমে কর্মসূচি পালন করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। তবে, কোথায়-কখন এই কর্মসূচি পালিত হবে তা নির্ধারিত নয় বলে জানান তিনি। কর্মসূচি ঘোষণার আগে লিখিত বক্তব্যে রিজভী বলেন, সমাবেশের অনুমতি না দিয়ে সরকার আবারো প্রমাণ করলো, তারা গণতন্ত্রে বিশ্বাস করেনা।