ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

জঙ্গি মারজান ও সাদ্দামের ময়নাতদন্ত সম্পন্ন

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৩:০০ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার

জঙ্গি নুরুল ইসলাম মারজান ও আব্দুল আজিজ সাদ্দামের ময়নাতদন্ত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জঙ্গিরা মৃত্যুর আগে শক্তিবর্ধক কোন ওষুধ খেয়েছিলো কি না, তা পরীক্ষার জন্য ব্লাড ও ইউরিনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। এ’ ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহষ্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় নব্য জেএমবি’র অপারেশন কমান্ডার নুরুল ইসলাম মারজান ও তার সহযোগি আব্দুল আজিজ সাদ্দাম। পরে তাদের লাশ উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শনিবার সকালে জঙ্গিদের লাশের ময়নাতদন্ত শেষে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান। মৃত্যুর আগে জঙ্গিরা উত্তেজক কিছু বা কোনো ওষুধ সেবন করেছিলো কিনা, তা জানতে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। জঙ্গি নিহত হওয়ার ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।